অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন।
আসসালামু আলাইকুম। EDU-BOOSTER ব্লগে স্বাগতম। সবাই কেমন আছো? কোভিড সিচুয়েশনে এইচ এস সি- ২১ ব্যাচের সবার পড়ালেখা কেমন হচ্ছে?
"ভালো"।
এর মধ্যেই প্রকাশিত হয়েছে "SHORT SHYLLABUS."
তারপরও অনেকেই হয়তো তাল মিলিয়ে উঠতে পারছো না। তাদের জন্য আমাদের SHORTCUT গুলো আশা করি অনেক উপকারী হবে৷
আজ আমরা আলোচনা করবো বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে।
প্রথমে নিজেকে যাচাই করো তারপর উত্তর অংশটি দেখো।
অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন :-
১। গল্পকথক এর নাম কি?
২। গল্পকথক এর বর্তমান বয়স কত?
৩। অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর ?
৪। অনুপমের পিসতুতো ভাই ও বন্ধুর নাম কি?
৫। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ও আসল অভিভাবক কে?
৬। পন্ডিতমশাইরা অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করে বিদ্রুপ করতেন?
৭। অনুপমের মামা কলকাতার বাহিরের পৃথিবীটাকে কি বলে জানেন?
৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য এবং অত্যন্ত আঁটো ভাষার ব্যক্তিটির নাম কি?
৯। হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে?
১০। সর্বত্রই কার খাতির?
১১। অনুপমের মামার মতে কাদের তেজ থাকাটা দোষের?
১২। বিয়ে ভাঙ্গার পর কল্যাণী কি গ্রহণ করেছে?
১৩। অবকাশের মরুভূমির মধ্যে অনুপম কি দেখেছিল?
১৪। শম্ভুনাথ এর বন্ধু এবং গল্পকথক এর বাবা পেশায় কি ছিলেন?
১৫। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
১৬। অনুপমের মামা কোন দাবিতে নালিশ করবেন?
১৭। অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা?
১৮। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
১৯। কে ভ্রমণে বের হয়েছেন?
২০। অসম্ভব ধুম করে কি সম্পন্ন হল?
২১। অপরিচিতা কি ধরনের রচনা?
২২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ ছোট গল্পের নাম কি?
২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ বাংলা ও ইংরেজি তে কত?
২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
২৫। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোটগল্প রচনা করেন?
২৬। রসন চৌকি কোন তিনটি বাদ্যযন্ত্রের সৃষ্ট?
২৭। ধুয়া কি?
২৮। পঞ্চশর বলতে কী বোঝানো হয়েছে?
২৯৷ বিয়ের দেবতা কে?
৩০৷ স্বয়ংবরা বলতে কি বুঝানো হয়েছে?
যেকোনো সমস্যায় আমাদের ইউটিউব পোস্টে কমেন্ট করে জানাও। https://youtube.com/channel/UCy8yZ7rgFSWlJMysolqa4lg
অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন (উত্তরসহ):-
১। গল্পকথক এর নাম কি?
- অনুপম।
২। গল্পকথক এর বর্তমান বয়স কত?
- 2৭ বছর।
৩। অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর ?
-আট বছর ।
৪। অনুপমের পিসতুতো ভাই ও বন্ধুর নাম কি?
-বিনু ও হরিশ।
৫। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ও আসল অভিভাবক কে?
-অনুপমের মামা।
৬। পন্ডিতমশাইরা অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করে বিদ্রুপ করতেন?
- সুন্দর চেহারা। শিমুল ফুল ও মাকাল ফল এর সাথে।
৭। অনুপমের মামা কলকাতার বাহিরের পৃথিবীটাকে কি বলে জানেন?
-আন্দামান দ্বীপের অন্তর্গত।
৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য এবং অত্যন্ত আঁটো ভাষার ব্যক্তিটির নাম কি?
-বিনু।
৯। হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে?
- কানপুর। কলকাতায়।
১০। সর্বত্রই কার খাতির?
- হরিশ।
১১। অনুপমের মামার মতে কাদের তেজ থাকাটা দোষের?
- বেহাই সম্প্রদায়ের।
১২। বিয়ে ভাঙ্গার পর কল্যাণী কি গ্রহণ করেছে?
- কল্যাণী নারীশিক্ষার ব্রত গ্রহণ করেছে।
১৩। অবকাশের মরুভূমির মধ্যে অনুপম কি দেখেছিল?
- নারীর রূপের মরীচিকা।
১৪। শম্ভুনাথ এর বন্ধু এবং গল্পকথক এর বাবা পেশায় কি ছিলেন?
- উকিল।
১৫। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
- কলকাতায়।
১৬। অনুপমের মামা কোন দাবিতে নালিশ করবেন?
- বিবাহের চুক্তি ভঙ্গ মানহানির দাবিতে।
১৭। অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা?
- উত্তম পুরুষের।
১৮। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
- ডাক্তার।
১৯। কে ভ্রমণে বের হয়েছেন?
- কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব।
২০। অসম্ভব ধুম করে কি সম্পন্ন হল?
- গায়ে হলুদ।
২১। অপরিচিতা কি ধরনের রচনা?
- ছোট গল্প।
২২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ ছোট গল্পের নাম কি?
- ভিখারিনী ও মুসলমানীর গল্প।
২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ বাংলা ও ইংরেজি তে কত?
- জন্ম ৭ ই মে,১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫ এ বৈশাখ,১২৬৮ বঙ্গাব্দ।)
- মৃত্যু ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ ( ২২ শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।)
২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
- যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করছিলেন।
২৫। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোটগল্প রচনা করেন?
- ১৬।
২৬। রসন চৌকি কোন তিনটি বাদ্যযন্ত্রের সৃষ্ট?
- শানাই ঢোল ও কাঁসি।
২৭। ধুয়া কি?
- গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে ।
২৮। পঞ্চশর বলতে কী বোঝানো হয়েছে?
- মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বান।
২৯৷ বিয়ের দেবতা কে?
-প্রজাপতি।
৩০৷ স্বয়ংবরা বলতে কি বুঝানো হয়েছে?
- যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।
https://youtube.com/channel/UCy8yZ7rgFSWlJMysolqa4lg
অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ন "SHORTCUT" মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই।
"SUBSCRIBE US"
https://youtube.com/channel/UCy8yZ7rgFSWlJMysolqa4lg
Comments
Post a Comment