Posts

Showing posts from March, 2021

অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন।

  আসসালামু আলাইকুম। EDU-BOOSTER  ব্লগে স্বাগতম। সবাই কেমন আছো? কোভিড সিচুয়েশনে এইচ এস সি- ২১ ব্যাচের সবার পড়ালেখা কেমন হচ্ছে?    "ভালো"।   এর মধ্যেই প্রকাশিত হয়েছে " SHORT SHYLLABUS ." তারপরও  অনেকেই হয়তো তাল মিলিয়ে উঠতে পারছো না। তাদের জন্য আমাদের  SHORTCUT গুলো আশা করি অনেক উপকারী হবে৷  আজ আমরা আলোচনা করবো বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। প্রথমে নিজেকে যাচাই করো তারপর উত্তর অংশটি দেখো। অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন :- ১। গল্পকথক এর নাম কি? ২। গল্পকথক এর বর্তমান বয়স কত? ৩। অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর ? ৪। অনুপমের পিসতুতো ভাই ও বন্ধুর নাম কি? ৫। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ও আসল  অভিভাবক কে? ৬। পন্ডিতমশাইরা অনুপমকে  কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করে বিদ্রুপ  করতেন? ৭। অনুপমের মামা কলকাতার বাহিরের পৃথিবীটাকে কি বলে জানেন? ৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য  এবং অত্যন্ত আঁটো ভাষার ব্যক্তিটির নাম কি? ৯। হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে? ১০। সর্বত্...